1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর দুই পৌরসভায় ভোটগ্রহণ চলছে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ পূর্বাহ্ন

রাজশাহীর দুই পৌরসভায় ভোটগ্রহণ চলছে

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া ও কাটাখালি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ সকাল ৮ টা থেকে ভোট শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ভোট কেন্দ্রের শৃংখলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি থাকবেন র‌্যাব, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছে । এছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা দায়িত্ব পালন করছেন।

পুঠিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী। এরা হচ্ছেন, আ’লীগ সমর্থিত নৌকা প্রতিকে মেয়র রবিউল ইসলাম রবি, বিএনপির ধানের শীর্ষে আল মামুন ও স্বতন্ত্রপ্রার্থী গোলাম আজম নয়ন। এছাড়া সংরক্ষতি মহিলা কাউন্সিলর পদে ৮ জন ও কাউন্সিলর পদে মোট ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবার পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১৬০ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৪৭৩ জন।

এদিকে, রাজশাহীর কাটাখালি পৌরসভায় এবার আ’লীগের নৌকা প্রতীকে দলীয় প্রার্থী রয়েছেন আব্বাস আলী, বিএনপির সিরাজুল হক ও জামায়াত নেতা স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মাজিদুর রহমান। ইতিমধ্যেই সকল প্রচার-প্রচারণা শেষ হয়েছে।

এস/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST