নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেছেন, আসন্ন রাসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন মেয়র নির্বাচিত হলে নগরীর বিভিন্ন রাস্তার আশেপাশে ও নদীর পাড়ে বসবসারত গৃহহীন মানুষদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হবে। রোববার বিকেলে নগরীর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। শাহীন আকতার রেনী আরো বলেন, গত নির্বাচনে জামায়াত-বিএনপি অপপ্রচার চালিয়েছিল। এবারো অপপ্রচার চালাচ্ছে, লিটন মেয়র হলে নাকি বস্তি উচ্ছেদ করবে।
এ কথা সত্য নয়, বস্তি উচ্ছেদ লিটনের কাজ নয়। যখন তিনি মেয়র ছিলেন তখনও কখনো বস্তি উচ্ছেদ করিনি, আগামীতে ক্ষমতায় গেলেও করবো না। তিনি নগরবাসীকে এসব গুজব কান দেয়ার অনুরোধ জানান । এর আগে শাহীন আকতার রেনী নগরীর ১৩ নং ওয়ার্ডে হেঁতেমা খা, কাদিরগঞ্জ ও গৌরহাঙ্গা এলাকায় নৌকার পক্ষে গণসংযোগে অংশ নেন। এসময় তাঁর সাথে উপসিস্থত ছিলেন, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল হক, সাধারণ সম্পাদক ওয়াহিদুন নবী অনু, সাংগঠনিক সম্পাদক আজমীর আহমেদ মামুন, মোহাম্মাদ আলী, ১৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি পলি বেগম প্রমুখ।
অন্যদিকে, সন্ধ্যায় নগরীর ১৬ নং ওয়ার্ডের কলিস নগর (সেন্ট লুইস পাড়া) এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের আয়োজিত এক নির্বাচনী সভায় যোগ দেন সমাজসেবী শাহীন আকতার রেনী। এসময় সভায় বক্তব্য দেন ,নগর আওয়ামী লীগের ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, গ্রাম মন্ডল মি.রুবেল সরেন, মন্ডল কমিটির উপদেষ্টা পরশ মাডি প্রমুখ।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।