নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন মাদকখ্যাত গুড়িপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে এ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। কাশিয়াডাঙ্গা বিভাগের ডিসি আরেফিন জুয়েল এর নেতৃত্বে অভিযানে অংশ গ্রহনকরেন, এডিসি (কাশিয়াডাঙ্গা) ডিএম হাসিবুল বেনজির, এসি (কাশিয়াডাঙ্গা), উৎপল কুমার চৌধুরী, ওসি কাশিয়াডায়াডাঙ্গা, এস এম মাসুদ পারভেজ, ইন্সপেক্টর (তদন্ত) মশিউর রহমান সহ ৬০ জন পুলিশের সমন্ময়ে ৩ টি টিম। পুলিশের এই উদ্যোগে জনগনের ব্যাপক
সাড়া মেলে। গুড়িপাড়া এলাকা মাদক মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জনান ডিসি (কাশিয়াডাঙ্গা) আরেফিন জুয়েল। তথ্য নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন মাদক বিরোধী অভিযান পরিচালিত হয় গুড়িপাড়া এলাকায় যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন তালিকা ধরে ধরে তাদের ত্রিশটি বাড়িতে অভিযান পরিচালিত হয়। মাদক মুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে। বিরুদ্ধে কোন আপোষ নয় কাউকে মাদক ব্যবসা করতে সুযোগ দেওয়া হবে না।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।