1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

নিজস্ব প্রতিবেদক  :

রাজশাহীর ঐতিহ্যবাহী সোনাদীঘির সংস্কার ও উন্নয়নের দাবিতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো রাজশাহী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো: শরিফুল ইসলাম এবং রাজশাহী মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক মাহমুদ মোর্শেদ সম্মিলিতভাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন।  সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে বলা হয়,  সোনাদিঘীর আশেপাশে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নং, ১১ নং ও ১২ নং ওয়ার্ড ওয়ার্ডের প্রায় ২০০০ অধিবাসীর বাস। দৈনন্দিন ও পেশাগত প্রয়োজনে সোনাদিঘীর এলাকায় প্রায় ৮০০০ মানুষ যাতায়াত করে। কিন্তু নিয়মিত বর্জ্য নিস:রণ, পাড় সংস্কারের অভাব, সচেতনতার অভাবে সোনাদিঘী হারিয়েছে তার পুরাতন জৌলুশ। পানি নিয়মিত পরিষ্কারের অভাবে ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আশেপাশের বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা ফেলার কারণে সোনাদিঘীর পানি নিয়মিত দূষণের শিকার হচ্ছে। সোনাদিঘীর বর্তমান দূরবস্থা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যবসা, যাতায়াত, প্রাকৃতিক, শিক্ষা ও সামাজিক পরিবেশকে প্রভাবিত করছে এবং  এলাকাবাসী পানিদূষণজনিত স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বর্তমানে সোনাদীঘির দূষিত পানি মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে, যার কারনে ডেঙ্গু, চিকুনগুনিয়া জাতীয় মশাবাহিত রোগ ছড়িয়ে পরার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সোনাদিঘীর চারদিকের পাড় ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায়, মাঝারি বর্ষণে দিঘীর দূষিত পানি, স্তুপকৃত বর্জ্যমিশ্রিত পানির সাথে লোকালয়ে প্রবেশ করে সীমাহীন দূর্ভোগ সৃষ্টি করে। এ দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে আয়োজকবৃন্দ এর আগে জনপ্রতিনিধিসহ সকলের মতামত গ্রহণের উদ্যোগ গ্রহণ করেন এবং গণস্বাক্ষরতা অভিযানের মাধ্যমে এ পর্যন্ত ২৩৪টি স্বাক্ষর সংগ্রহপূর্বক সমস্যার বিবরণ উল্লেখসহ সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র বরাবর আবেদনপত্র জমা দিয়েছেন। সম্মেলনে তাঁরা  সোনাদীঘি সংস্কার এবং সংরক্ষণে পাড় নির্মাণ-সংস্কার, পানি পরিষ্কার, দিঘীর বজ্যর্ অপসারণ, আশেপাশের ব্যবসা-প্রতিষ্ঠানের বজ্যর্ ফেলা নিষিদ্ধকরণ, ড্রেনেজ ব্যবস্থার মানোন্নয়ন এবং মাদক সেবীদের আড্ডা বন্ধ করাহ দ্রুত ”সিটি

সেন্টার প্রকল্পের” সাথে সোনাদিঘী উন্নয়ন সংস্কারের ব্যবস্থা গ্রহণের সুপারিশ তুলে ধরা হয়।  

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাসিকের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র, ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম বাবু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী সাহেব বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহ-সভাপতি, রাজশাহী চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক আলহাজ মোঃ হারুনুর রশিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ” উপস্থাপিত দাবী মাথায় রেখে অচিরেই সিটি সেন্টার প্রকল্পটির অধিনে সোনাদীঘি সংস্কার করে এটিকে পর্যটনকেন্দ্রে পরিণত করা হবে।”   প্রধান বক্তা তার বক্তব্যে বলেন ” সোনাদীঘির পানি ছিল এক সময় সুপেয়,কিন্তু বাস্তব বর্তমানে ঠিক উল্টো, সোনাদীঘি সংস্কার হলে এলাকাবাসী সহ আশেপাশের ব্যবসায়ীরা উপকৃত হবে”।

বিশেষ অতিথি হিসাবে ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলোবৃন্দ, নাজমুল হক ডিকেন, রোকশানা চপলা, কৃষ্ণা দেবী, গুলশান আরা মমতা, তৌহিদ দুর্লভ।  বক্তারা সোনাদিঘী সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নগরীর অন্যতম প্রধান এই জলাধারটি ধ্বংসের হাত থেকে রক্ষা করে পরিচ্ছন্ন সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ উপহার দিবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। 

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাহ মকদুম কলেজের প্রভাষক, মোঃ আসাদুজ্জাম জুয়েল, তাজউদ্দীন সজীব, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য ইলিয়াস বিন কাশেম, মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রবি, যুগ্ন সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকী, নাহিন আহমেদ, মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক কবির তুষার, ছাত্রলীগের সাবেক নেতা জিয়াউর রহমান, রবিউদ্দিন শাহিন, মহানগর ছাত্রদল নেতা নাজমুস শাহান, লুকেন মাহমুদ, জাকিরুল ইসলাম সজীব,তন্ময়, মহানগর যুবদল নেতা মোঃ বঙ্গ, বকুল, আরিফ, জেমি, রাজশাহী কলেজের ছাত্রদল নেতা রিফাত অন্তর,

সাফায়াত মান্নাত, আবির হোসেন, রাজশাহী জেলা ছাত্রদলের সহসভাপতি ফজলে রাব্বি, সিটি কলেজ ছাত্রদল নেতা লিমন, বোয়ালিয়া থানা ছাত্রদলের নেতা ইমন,রিয়াদ সহ রাজশাহী মহানগরীর বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।  বক্তারা সোনাদিঘী সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নগরীর অন্যতম প্রধান এই জলাধারটি ধ্বংসের হাত থেকে রক্ষা করে পরিচ্ছন্ন সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ উপহার দিবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। 

খবর ২৪ ঘন্টা/এমকে

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST