নিজস্ব প্রতিবেদক :
করোনা ভাইরাস আক্রান্ত শঙ্কায় রাজশাহী মহানগর ও জেলায় ৯১ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এখন রাজশাহীর বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৯১ জন। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৬২ জন, বাঘা উপজেলায় ৪ জন, চারঘাট উপজেলায় ৩ জন, পুঠিয়া উপজেলায় ১৪ জন, দুর্গাপুর
উপজেলায় ০ জন, বাগমারা উপজেলায় ০ জন, মোহনপুর উপজেলায় ২ জন,
তানোর উপজেলায় ০ জন, পবা উপজেলায় ০ জন ও গোদাগাড়ি উপজেলায় ৬ জন। হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে ১৭৪৭ জন। এ পর্যন্ত মোট হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১৮৩৮ জন। আজ মঙ্গলবার রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এখন পর্যন্ত রাজশাহীতে ২৪ জন করোনা রোগী আক্রান্ত হয়েছে। এরমধ্যে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এমকে