নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর অদূরে কাটাখালিতে ৯০৫ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী কাটাখালি থানার রুপসীডাঙ্গা গ্রামের মৃত নজর উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল কর্তৃক রাজশাহীর কাটাখালী থানাধীন হরিয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেনকে ৯০৫ পিস ইয়াবাসহ আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এস/আর