রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও নগদ টাকাসহ ৯ জন জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক জুয়াড়িরা হলেন, ওয়াসিউল আলম সনেট (৩৯), সোহাগ হোসেন মেরাজুল (২৫), একেএম জোবায়ের (৫০), রকি (৪০), আব্দুল আহাদ ঝন্টু ৪৫), হাসিবুল হাসান ডিউক (৪৮), জাকির হোসেন (৪০), আরাফাত আলী(৩০) ও স্বপন রানা(৩৩)।
পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে কিছু ব্যক্তি জুয়া খেলছে। বিষয়টি জানতে পেরে ডিবির ও ওই টিম নগরীর বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি মোড়ে এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করে। এ সময় আসামীদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার করে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর