নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ৮২৫ পিস ইয়াবাসহ বাবু (৪৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে গোদাগাড়ী উপজেলার পিরিজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী গোদাগাড়ী উপজেলার চর নওশেরা পূর্ব পাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করে জানান, রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোদাগাড়ী থানাধীন পিরিজপুর নামক এলাকা থেকে ৮২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবুকে গ্রেপ্তার করে। এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু হয়েছে।
এস/আর