1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ৭৬ লাখ টাকার হেরোইনসহ দুই কিশোর আটক - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

রাজশাহীতে ৭৬ লাখ টাকার হেরোইনসহ দুই কিশোর আটক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ সেপটেম্বর, ২০২১

রাজশাহীর গোদাগাড়ীতে ৭৬ লাখ টাকা মূল্যের ৭৬০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া গ্রামের এনামুল হকের ছেলে মোরসালিন (১৫) ও একই এলাকার বাবুর ছেলে ইসমাইল হোসেন (১৭)। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন উজানপাড়া গ্রামস্থ রাজশাহী টু গোদাগাড়ী হাইওয়ে রাস্তার পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন

উজানপাড়া গ্রামস্থ রাজশাহী টু গোদাগাড়ী হাইওয়ে রাস্তার পাশে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র‌্যাবের ওই দলটি ঘটনাস্থরে পৌঁছালে দুই জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র‌্যাব তাদের আটক করে। তাদের কাছ থেকে ৭৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
স্থানীয়দের সামনে আটক ২ জন স্বীকার করে, তারা অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। তারা জব্দ হেরোইনগুলো সুজন (৪০) নামের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য নিজেদের কাছে রেখেছিল। আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এস/আর

 

 

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST