নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৭ দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০২০ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে কালেক্টর মাঠে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন। রাজশাহী জেলা প্রশাসনের সহায়তায় এসএমই ফাউন্ডেশন এই আয়োজন করেছে।
রাজশাহীর জেলা প্রশাসক মোঃ হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, বিপিএম,পিপিএম ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মোঃ আব্দুল মান্নান।
স্বাগত বক্তব্য রাখেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক। আরও উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আবু মঞ্জুর সাইফ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান, বিসিক রাজশাহীর আঞ্চলিক পরিচালক তামান্না রহমান।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারী হতে ২ মার্চ ২০২০ পর্যন্ত এ মেলা চলবে। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকবে।