নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে ৪৯৫ পিস ইয়াবাসহ স¤্রাট (১৯) কে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারকুটা নতুন মোড় এলাকার নজরুল শেখের ছেলে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে রাজপাড়া থানাধীন ভাটাপাড়া এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী সম্রাট ইয়াবাসহ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছে। বিষয়টি জানতে পেরে র্যাব নগরীর ভাটাপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অটোযোগে যাওয়ার সময় তার দেহ তল্লাশী করে ৪৯৫ পিস ইয়াবাসহ তাকে আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদে জানায় যে, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে অটোরিক্সা যোগে ভাটাপাড়া এলাকার দিকে যাচ্ছিলো।
এমকে