নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ৩৬৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর গত
২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে আরো ১৩৫ জনকে নেওয়া হয়েছে। এর আগে গত রবিবার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টিনে ছিলেন ৮৩ জন। এদিকে সবমিলিয়ে রাজশাহীতে বর্তমানে ৩৬৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।
ছাড়া পেয়েছেন ৬৭ জন। হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে রাজশাহী মহানগরীতে রয়েছেন ৮৯ জন। রাজশাহী জেলার বাঘায় ১৪ জন, পুঠিয়ায় ৪ জন, মোহনপুরে ৪ জন এবং তানোর ৮ জন, গোদাগাড়ী ৮ জন ও পবায় রয়েছেন ৮ জন করে রয়েছেন ।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী সিভিল সার্জন ডা. এনামুল হক বলেন, এ পর্যন্ত রাজশাহীতে মোট ৩৬৭ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর গত ২৪ ঘন্টায় ১৩৫ জনকে হোম করেন টেনে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং ছাড়া পেয়েছেন ৬৭ জন।
এমকে