নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ১৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেরাজুল ইসলাম বিপুল (২১) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সোনালী ব্যাংকের শাখার সামনে থেকে তাকে আটক করা হয়। সে রাজশাহীর চারঘাট উপজেলার বাদুরিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। র্যাব জানায়,
র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বেচাকেনার জন্য হাসপাতাল সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ১৮৯৫ পিস ইয়াবাসহ মেরাজুলকে আটক করে। তার পরিহিত প্যান্টের মধ্যে থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।