নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ১৬ ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩ জন। আর মারা গেছে ৪৬ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৭১৩ জন, বাঘা উপজেলায় ১৬৩ জন, চারঘাট উপজেলায় ১৬৩ জন, পুঠিয়া উপজেলায় ১২৯ জন, দুর্গাপুর উপজেলায় ৮৩ জন, বাগমারা উপজেলায় ১১৬ জন, মোহনপুর উপজেলায় ১৩৬ জন, তানোর উপজেলায় ১১৬ জন, পবা উপজেলায় ৩০৪ জন ও গোদাগাড়ীতে ১২৯ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৩৯ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ৪৭২ জনের। শনাক্তের মধ্যে ১৮ হাজার ৮২১ জন সুস্থ হয়েছে।
শনাক্ত হওয়া ২০ হাজার ৪৭২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫০৫৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৮২ জন, নওগাঁ ১৩১৫ জন, নাটোর ১০২১ জন, জয়পুরহাট ১১১৮ জন, বগুড়া জেলায় ৭ হাজার ৮০৪ জন, সিরাজগঞ্জ ২২০২ জন ও পাবনা জেলায় ১১৭৭ জন। মৃত্যু হওয়া ৩১০ জনের মধ্যে রাজশাহী ৪৫ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ৯ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৮৬ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬০ হাজার ২৬৮ জন।
এস/আর