রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত (৬ মে) সোয়া ১২টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম দল নগরীর বোয়ালিয়া থানাধীন ফিরোজাবাদ এলাকায় অবস্থিত একতা সমাজ কল্যাণ অফিসে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে ও নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম রোড সংলগ্ন আনসার লজ
বাড়ির মধ্যে থেকে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে তাস ও নগদ টাকাসহ আটক করে।
আটককৃতরা হলেন, শাওন হোসেন (২০), জয়নাল আবেদীন (৩৪), ইসমাইল হোসেন (২১), শাহানুর ইসলাম (২৮), নাইম হাসান (২৮), সনি (২০), আঃ মজিদ (৪০), মিলন (২৯), সামির হোসেন (৩৬), সম্রাট (৩২), জাহাঙ্গীর হোসেন (৩৮), রাশেদ আহম্মেদ (৩০) ও জুয়েল রানা (৩০)। আটক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর