নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে এক হাজার ১’শত ৪০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম @ সান্টু (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। আটক সান্টু চারঘাট থানার পাশুন্ডিয়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে। মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে তাকে বাদুরিয়া বাজার এলাকার পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫
রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানাধীন বাদুরিয়া বাজারের পশ্চিমে বাদুরিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে সান্টুকে ১১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আসামীর বিরুদ্ধে চারঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর