নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় ১১ জন ও বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় আরো ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৭৬
জন। আর মারা গেছে ৫০ জন। শনাক্তের বেশির মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৩৮৯৬ জন, বাঘা উপজেলায় ১৭২ জন, চারঘাট উপজেলায় ১৬৬ জন, পুঠিয়া উপজেলায় ১৩৬ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২০ জন, মোহনপুর উপজেলায় ১৩৭ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩০৬ জন ও গোদাগাড়ীতে ১৩৮ জন। জেলার ৯টি উপজেলায় ১৩৭৯ জন শনাক্ত হয়েছে।
রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৩৩ জনের। এ নিয়ে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২১ হাজার ৪৪২ জনের। শনাক্তের মধ্যে ২০ হাজার ৬৯ জন সুস্থ হয়েছে। শনাক্ত হওয়া ২১ হাজার ৪৪২ জনের মধ্যে রাজশাহী জেলায় ৫২৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জ ৭৯৬ জন, নওগাঁ
১৩৫০ জন, নাটোর ১০৭৮ জন, জয়পুরহাট ১১৫৪ জন, বগুড়া জেলায় ৮ হাজার ২৫৬ জন, সিরাজগঞ্জ ২২৭৮ জন ও পাবনা জেলায় ১২৫৪ জন। মৃত্যু হওয়া ৩২১ জনের মধ্যে রাজশাহী ৫০ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২১ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ১৯৪ জন, সিরাজগঞ্জ ১৩ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬১ হাজার ৩৭৫ জন।
এস/আর করো
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।