নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে হেরোইনসহ মানিক আলী (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। শুক্রবার রাতে এয়ারপোর্ট থানাধীন বায়া বাজার এলাকার ধানাহাটা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী কর্ণহার থানার বাজিতপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। জানা গেছে, আরএমপির এয়ারপোর্ট থানা পুলিশ বায়া বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালাচ্ছিল। এ সময় তারা সেখান থেকে ইয়াবা ও হেরোইনসহ মানিককে আটক করে। পরে তাকে থানায় নিয়ে আসা হয় ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি রাজিবুল ইসলাম বলেন, হেরোইনসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে