নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ৩৭০ গ্রাম হেরোইনসহ মনিকা (২৮) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় মাহবুব হাসান এর মেয়ে। আজ বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে গোদাগাড়ী থানাধীন সোনাদিঘি এলাকায় অভিযান চালিয়ে
তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সোনাদিঘী এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মনিকাকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।