রাজশাহী মহানগরীতে ৫১ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামী হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার যগপুর গ্রামের মনতাজের ছেলে সুরুজ(২৫)।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান রোধ ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কাশিয়াডাঙ্গা থানার বালিয়ার মোড় এলাকায় এক ব্যাক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।
ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৭ টায় ঘটনাস্থলে পৌঁছে সুরুজ(২৫)কে গ্রেফতার করে। এসময় তাদের দখল হতে ৫১ গ্রাম হেরোইন উদ্ধার হয়। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর