রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে একজন নারী রয়েছে। আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কুখন্ডি সোনারপাড়া গ্রামের আঃ সাত্তারের স্ত্রী মাহমুদা খাতুন (২১), একই গ্রামের মৃত আঃ করিমের ছেলে জামাল উদ্দিন (৩৫) ও নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন হেতেম খাঁ এলাকার তারেকের ছেলে সাইহানুর রহমান ওরফে জজ (৩৫)। পুলিশ জানায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আরএমপির কাটাখালী থানার কুখন্ডি সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি মাহমুদা খাতুন ও জামাল উদ্দিনকে আটক করে।
এদিকে, বিকেল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কিসমত কুখন্ডি এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ সাইহানুর রহমান ওরফে জজকে অটোরিক্সাসহ আটক করে। জজের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এস/আর