নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের এলাকায় ঝড়ের সাথে শিলা বৃষ্টি হয়েছে। এতে মৌসুমি ফসলসহ আমের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হয়। বৃষ্টিতে আবহাওয়া ঠাণ্ডা হয়ে যায়। রাজশাহীর জনজীবনে স্বস্তি নেমে আসে।
দুপুর আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। বাতাস শুরু হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অন্ধকারে চারিদিক ঢেকে যায়। এর কিছুক্ষণ পর ঝড় বইতে শুরু করে। ঝড় শুরু হওয়ার পর বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ শুধু বৃষ্টিপাত হওয়ার পরে শিলা বৃষ্টি শুরু হয়।
শিলা বৃষ্টিতে গুটি আম ঝরে যায় ও মৌসুমি ফসলের ক্ষতি হয়। এভাবে কিছুক্ষণ চলার পরে আকাশ ফাঁকা হয়ে যায়। এরপর আবার ঘন কালো মেঘে চারিদিক ঢেকে যায় ও বৃষ্টিপাত শুরু হয়।
বিকেল সাড়ে ৪টার দিকে কোন কোন এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয়। তবে বৃষ্টিপাত হওয়ার কারণে রাজশাহীর গরম আবহাওয়া ঠাণ্ডা হয়ে যায়। জনজীবনে স্বস্তি নেমে আসে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার রাজশাহীতে ২১ দশমিক ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার।
খবর২৪ঘন্টা/এম কে