নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে হাত-পা বাঁধা অবস্থায় নিজ বাড়ির ঘরের মধ্যে থেকে রেহেনা বেগম (৫২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূ চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে অনুপমপুর এলাকার ওই ওই বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি নিজ বাড়িতেই নিজ ঘরের মধ্যে শুয়ে ছিলেন। কিন্তু বাড়ির মধ্যে কে বা কারা বা কিভাবে ওই গৃহবধূর হাত-পা বেঁধে খুন করল সে বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চারঘাট থানার এসআই ইকবাল বলেন, ঘরের মধ্যে লাশ পড়ে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিজ বাড়িতে এক গৃহবধুর হাত পা বাধা লাশ দেখতে পাই। এর পরের স্থানীয়দের সম্মুখেই লাশটি বাইরে বের করা হয়। ওই গৃহবধূর ৭৫ বছর বয়সী স্বামী জানিয়েছেন, তার স্ত্রী ঘরের মধ্যে শুয়ে ছিলেন। তিনি বাইরে বারান্দায় শুয়ে ছিলেন। রাতের কোনো এক সময় তাকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা। কিন্তু বাড়ির মধ্যে কিভাবে তার হাত-পা বাঁধা বিষয়টি বোঝা যাচ্ছে না। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমকে