নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর চারঘাটে ৯২০ পিস ইয়াবাসহ বুলু নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকার মৃত জমসেদ আলীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজশাহী জেলার চারঘাট মডেল
থানাধীন ক্ষুদ্রজামীরা গ্রামে অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫১০ টাকাসহ বুলুকে আটক করে। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণির-১০(ক) ধারার মামলা দায়ের করা হয়েছে।
আর/এস