নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে এক হাজার পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম রফিক (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী নগরীর কাশিয়াডাঙ্গা থানার মৃত নজরুল ইসলামের ছেলে। রোববার দুপুরে তাকে নগরীর সিএন্ডবি মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব জানায়, র্যাব-৫
রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় দশ তলা ভবনের সামনে কাকলী হাউস এলাকায় মাদক ব্যবসায়ী ইয়াবাসহ অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব তাৎক্ষনিক অভিযান সেখানে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আর