নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে এক হাজার ৭০ পিস ইয়াবাসহ নারী ও পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। রোববার বিকেলে তাদের নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো, নগরীর গুড়িপাড়া এলাকার মৃত গোলশের রহমানের ছেলে কাওছার (২১) ও গুড়িপাড়া পূর্বপাড়া এলাকার রাকিবের স্ত্রী শারমিন আক্তার@মিতু(২১)। গোয়েন্দা পুলিশ জানায়, রোববার বিকেলে পুলিশ পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল
কাশিয়াডাঙ্গা থানাধীন গুড়িপাড়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মৃত গোলশের রহমানের ছেলে কাওছারকে ৭০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গুড়িপাড়া পূর্বপাড়ার বাসিন্দা রাকিবের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী মাদক ব্যবসায়ী শারমিন আক্তার@ মিত (২১) কে এক হাজার পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে। আসামীদের বিরুদ্ধে কাশিয়ডাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। রোববার রাতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।