নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় ফটো সাংবাদিক মিলন শেখ (৩৭) আহত হয়েছেন। আহতবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তায় কর্মরত আছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে নগরীর শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, রোববার রাতে রাজশাহী পুলিশ লাইনে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ অফিসে ফিরছিলেন মিলন। পথে সার্কিট
হাউসের সামনে একটি গাড়ির সঙ্গে মিলনের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মিলন ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি রামেক হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। সহকর্মীরা তার আশু রোগমুক্তি কামনা করেছেন।
আর/এস