নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় চ্যানেল-২৪ এর রাজশাহী ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত রিপোর্টার আবরার শাঈর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে গোদাগাড়ী উপজেলার বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।সাংবাদিক আবরার জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় তিনি গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার ফুটকয়েল গ্রাম থেকে মোটরসাইকেলে রাজশাহীর উদ্দেশে রওনা হন। এরপর
গোদাগাড়ীর বিশ্বনাথপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ব্রিজের সঙ্গে ধাক্কা দেন। এ সময় তাকে স্থানীয়রা উদ্ধার করে গোদাগাড়ী স্কাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেক হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের অধ্যাপক আলমগীর হোসেন জানান, সাংবাদিক আবরারের ডান হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। তার হাতের এক্স্ররে করা হয়েছে। কয়েকদিন পর অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।