রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোখলেসুর রহমান (৪০) নামের এক হাসপাতাল কর্মচারী নিহত ও কয়েকজন আহত হয়েছেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর এলাকার বাসিন্দা। তিনি রাজশাহী মহানগরীল লক্ষীপুরে অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার হিসেবে কর্মরত। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাকনহাট থেকে গরু কিনে নিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
হাসপাতালের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কাকনহাট থেকে গরু কিনে নিয়ে ফেরার পথে রাজাবাড়ি থেকে তিন কিলোমিটার দুরে ভুটভুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে। পরে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। কিভাবে এই দুর্ঘটনাটি ঘটে তা তিনি জানাতে পারেননি। এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি খলিলুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।
এস/আর