নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুরে সড়ক দুর্ঘটনায় নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার সমন্বয়কারী আসমা খাতুন (২৫) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আহতবস্থায় তাকে উদ্ধার করে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে রামচন্দ্রপুরের ভাঙ্গা রাস্তায় অটোরিক্সা উল্টে এ ঘটনা ঘটে। তিনি আরএমপির পবা থানার হাট রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও রাজশাহী কলেজের দর্শন র্বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রী।
নবদিগন্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা জানান, শনিবার সকালে আসমা নিজ বাড়ি থেকে অটোরিক্সাযোগে কর্মস্থল মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় অবস্থিত সংস্থার অফিসে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা রাস্তার মধ্যে পড়ে অটোরিক্সাটি উল্টে যায়। এতে তিনিসহ অন্য যাত্রীরা অটোরিক্সার নিচে চাপা পড়ে আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করেন। তিনে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর সংস্থার অন্যান্য নের্তৃবৃন্দ তাকে ক্লিনিকে দেখতে যান ও তার সুস্থ্যতা কামনা করেন।
খবর২৪ঘণ্টা/এমকে