সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী মহানগর সেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ রোববার বিকেলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে নগরীর মালোপাড়াস্থ্য বিএনপি কার্যালয়ের সামনের রাস্তায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়কের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা প্রদান করে। পুলিশি বাধায় তারা সামনের দিকে এগুতো না পেরে সেখানেই বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে জাকির হোসেন রিমন বলেন, হামলা মামলা যতই হোক, যতই কারাবাস দেয়া হোক বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পালাবেনা । তারা সর্বদা জনগণের পাশে অতিতের ন্যায় থাকবেন। গ্রেফতারী পরোয়ানা জারী করে তারুন্যের অহংকার তারেক রহমানকে দমিয়ে রাখা যাবেনা। তিনি দেশে ফিরে আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে দেশের মানুষের সেবা করবেন বক্তব্যে উল্লেখ করেন তিনি। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসাথে তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।
উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম তারিফ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ বাবলু, সহ-সভাপতি আনোয়ার ও রাসেল, জেলা স্বেচ্চাসেবক দল নেতা ওয়ালিউজ্জামান পরাগ, মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর তারেক, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল, শিমুল, সহ-সম্পাদক শুভ, সুজন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদী,কৃষি বিষয়ক সম্পাদ টফি, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা অভি ও লালন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি ও মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনিসহ মহানগর স্বেচ্ছাসেবক দল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
এস/আর