নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর আশেপাশের জেলা-উপজেলায় সোহার্দ্য-সম্প্রীতির মধ্য দিয়ে পাালিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা। ২২ আগস্ট বুধবার সকাল ৮টায় রাজশাহীতে পবিত্র ঈদুল আযহার নামায অনুষ্ঠিত হয় নগরীর শাহমখদুম ঈদগাহে। এখানে ঈদের জামাতে অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র ও এমপি মিজানুর রহমান মিনু, রাসিকের নবনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদ্য বিদায়ী মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশাসহ সকল শ্রেণীপেশার মানুষ।
নামায শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া নগরীর বিভিন্ন ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজশাহীর বিভিন্ন উপজেলায়ও পবিত্র ঈদুল আযহার নামায অনুষ্ঠিত হয়। ঈদের নামাযের জামাত উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
খবর২৪ঘণ্টা/এমকে