নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর মোহনপুরে রডবাহী নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল বাশার (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তানোর উপজেলার কামারগাঁ-কেশরহাট রোডের বেলনা নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা রডবাহী গাড়িটি আটক করতে পারলেও নসিমনের চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
রাজশাহীর মোহনপুর থানার অফিসার ইনচার্জ ওসি আতাউর রহমান জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিহত আবুল বাশার মোটরসাইকেল নিয়ে মোহনপুর উপজেলার কেশরহাটের দিকে যাচ্ছিলেন। পথে তিনি বেলনা নামক স্থানে রাস্তার একটি বাঁকে পৌঁছালে অপর দিক থেকে বেপরোয়া গতিতে আসা রডবাহী নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আবুল বাশারের মৃত্যু হয়।
এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে আবুল বাশারকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়ে যায় ও নসিমন চালক পালিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আতাউর রহমান আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপাওে থানায় একটি অপমৃত্যু মামলা হবে। রডবাহী নসিমনটি জব্দ করা হয়েছে। আইন অনুুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএ..