পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। শেষ সময়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন তারা। ঈদের আগের দিন রাজশাহী মহানগরীতে ব্যাপক ক্রেতাকে শেষ মুহুর্তে কেনাকাটা করতে দেখা গেছে। আজ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে দুপুর পর্যন্ত বাইরে বের হতে পারেনি রাজশাহী মহানগরবাসী। তবে দুপুরর পর থেকে কেনাকাটা করতে নগরের মার্কেটগুলোতে ভিড় দেখা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, শেষ মুহূর্তে এসে টুপি, পাঞ্জাবীসহ বিভিন্ন পোশাকের পাশাপাশি মসলার দোকানে ভিড় করেন ক্রেতারা। অন্য সময়ের তুলানায় এ ঈদে মুদিখানার দোকানে ভিড় বেশি দেখা যায়৷ সন্ধ্যার পর থেকে দোকানগুলোতে আরও বেশি ভিড় দেখা যায়। মহানগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতেও ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যায়।
এস/আর