নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরসহ আশেপাশের উপজেলায় শুরু হয়েছে প্রচণ্ড ঝড়-বৃষ্টি। ঝড়-বৃষ্টির সাথে আকাশে জোরে বিদ্যুৎ চমকাতে দেখা যায়। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় রাস্তায় অনেক পথচারী অাঁটকা পড়ে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার পর থেকে এ ঝড়-বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে নগরজুড়ে বিদুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। যার কারণে কালো অন্ধকারে ঢেকে যায় নগরী।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিক থেকে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলার আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়।এর কিছুক্ষণ পর থেকে অাকাশে ব্যাপক বিদ্যুৎ চমকাতে দেখা যায়। সাড়ে 9টার পর থেকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টির সাড়ে ঝড়ও বয়ে যায়। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় নগরীর রাস্তা-ঘাটে অনেক পথচারী অাঁটকা পড়ে।
বৃষ্টির কারণে নগরীর পাড়া-মহল্লার রাস্তা ও ড্রেনগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ড্রেন পরিস্কার না করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাত ১০ টা ১৮ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, রাজশাহীতে বৃহস্পতিবার রাতে ৩০ মিলিমিটার ও বাতাশের গতিবেগ ছিল ঘন্টায় ২৬ কিলোমিটার।
খবর24ঘণ্টা/এমকে