1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত দুই মাদক ব্যবসায়ীর পরিচয় মিলেছে - খবর ২৪ ঘণ্টা
বধবার, ১৫ জানয়ারী ২০২৫, ০৪:৫ অপরাহ্ন

রাজশাহীতে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত দুই মাদক ব্যবসায়ীর পরিচয় মিলেছে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জুন, ২০১৮
র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত দুই মাদক ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কর্ণহার থানার করমজা এলাকায় র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র‌্যাব-৫ এর সাথে বন্দুক যুদ্ধে নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা দু’জনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের মধ্যে একজন হলেন, শীর্ষ মাদক ব্যবসায়ী বেলাল ও অপরজন হলেন নাজমুল। বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটের দিকে কর্ণহার থানার করমজা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে র‌্যাব বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব-৫ এর উপ অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, র‌্যাব-৫ এর একটি দল আরএমপির কর্ণহার থানার করমজা এলাকায় মাদক বিরোধী অভিযানে যাচ্ছিলো। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে দু’জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

 

পরে তাদের আহতবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ হাসপাতালের মর্গে নিয়ে পাঠানো হয়। দু’জনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

 

খবর২৪ঘণ্টা/এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST