আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল এর জেলা- ৩২৮১ এর রাজশাহী অঞ্চল এর ৫টি ক্লাবের নেতৃবৃন্দের সমন্বয়ে রাজশাহীতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মিডটাউন রোটারি ক্লাবের প্রাক্তন সভাপতি ও ডেপুটি ডিস্ট্রিক্ট ট্রেইনার রাসেল খান ও ডিস্ট্রিক্ট এর অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে শনিবার রাতে রাজশাহী পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।
সভায় বক্তারা রাজশাহীর রোটারিয়ানদের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা করেন। বর্তমান জেলা গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর আহবানে সারা দেশে ১০ লাখ গাছ লাগানোর এবং বিভিন্ন অঞ্চলে কমফোর্ট সেন্টার স্থাপনের জন্য উদ্বুদ্ধু সভা থেকে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে জনাব আবদুর রব জোয়ারদার, এম এ মান্নান খান, মনজুর মুরশেদ সাজেদুন নবী (প্রদীপ মৃধা), ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার, সাখাওয়াত হোসেন শাকি, নাজমুল হক সহ রাজশাহীর সকল ক্লাবের সভাপতিবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএন