1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে রাস্তার কাজ বন্ধের জন্য আবেদন এলাকাবাসীর - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন

রাজশাহীতে রাস্তার কাজ বন্ধের জন্য আবেদন এলাকাবাসীর

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্ুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে রাস্তার মেরামত কাজ বন্ধের জন্য আবেদন করেছেন এলাকাবাসী। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচএম খায়রুজ্জামান লিটন বরাবর চলতি মাসের ৩ ফেব্রæয়ারী নগরীর ১০ নং ওয়ার্ডের কিছু বাসিন্দা রাস্তার নির্মাণ কাজ বন্ধের জন্য আবেদন করেন। আবেদনকারীরা হলেন, ১০ নং ওয়ার্ডের বাসিন্দা রাজেস, সাকিল, মিলু শেখ, জালু ও নিসা।
রাসিক মেয়রের কাছে আবেদন সূত্রে জানা গেছে, নগরীর ১০ নং ওয়ার্ডের হেতমখাঁ ছোট মসজিদের পাশের এলাকায় বসবাসরত কিছু পরিবারের বাড়ির পাশে রাস্তার মেরামত কাজ চলছে। এ রাস্তার মেরামত কাজে এলাকাবাসীর সম্মতি নেই। কারণ

হিসেবে তারা জানিয়েছেন, কিছু বাড়ির সাথে রাস্তা ছাড়া আছে ও আর কিছু বাড়ির সাথে রাস্তার কোন অংশ ছাড়া নেই। যার কারণে একজনের ছাড়া সম্পূর্ণ জমিতেই রাস্তা তৈরি হচ্ছে ও অন্যজন রাস্তা না ছেড়েই মেরামত হওয়া রাস্তা ব্যবহার করবে। এ জন্য তারা এ রাস্তার মেরামত কাজ চাননা। আবেদন সূত্রে আরো জানা গেছে, এই রাস্তা নিয়ে জেলা সাব জজ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। মামলা নং-৫৩২০০৬। যা ব্যক্তি মালিকের নামে রয়েছে। এটি হালিমা দিঘর নামে একজনের নামে রয়েছে। তাই তারা সমস্যা সমাধানের জন্য রাস্তার কাজ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সমাধানের জন্য রাসিক মেয়রের কাছে আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হবে।

এস/আর

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST