রাজশাহী মহানগরীর ষষ্ঠিতলা নিউ মার্কেট এলাকায় ফুটপাত দখলকে কেন্দ্র করে রিয়াজুল ইসলাম (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে থানাপুলিশ। ঘটনার পরে নগরীর নিউ মার্কেট এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
সোমবার(২১ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজুল ইসলাম ওই এলাকার মধু মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় নিউ মার্কেটের সামনে ফুটপাতের জায়গা দখল নেয়াকে কেন্দ্র করে ষষ্ঠিতলা এলাকায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সেখানে গিয়ে উভয়পক্ষকে নিউ মার্কেট এলাকা থেকে সরিয়ে দেয়। রাত পৌনে ৯টার দিকে দুইপক্ষের মধ্যে আবারো সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের হামলায় রিয়াজুল গুরুতর আহত হন।
স্থানীয়রা রিয়াজুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিয়াজুলের ভাই রিংকু জানান, রানা-রনি গ্রুপের সদস্যরা রিয়াজুলকে কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় রিংকু নিজেও আহত হয়েছেন বলে জানান।
নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে জানান তিনি ।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।