নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীর একটি মেস থেকে নিখোঁজের চার দিনেও সন্ধান মেলেনি ইমন রেজা (২১) নামের এক কলেজ ছাত্রের। ওই কলেজ ছাত্র রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন দড়িখরবনা এলাকার একটি মেসে থাকতো। ইমন রাজশাহী সরকারী সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ও রাজশাহীর তানোর উপজেলার সংকরপুর গ্রামের ইয়াহিয়ার ছেলে। এ বিষয়ে মঙ্গলবার ২৬ তারিখ নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন নিখোঁজ ইমনের বাবা
ইয়াহিয়া। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ শনিবার সকাল ৭টার দিকে ইমন কাউকে কিছু না বলে মেস থেকে বের হয়ে চলে যায়। পরিবারের লোকজন তার খোঁজ নিতে তার ব্যবহৃত মোবাইলে কল দিলে সেটি বন্ধ পায়। দু’দিন তাকে মোবাইলে না পাওয়ায় মঙ্গলবার তার বাবা রাজশাহী শহরে গিয়ে খোঁজ নেওয়া করেন। মেসের অন্য বর্ডাররা তার বাবাকে জানায় সে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে গেছে। তারপর থেকে তার সাথে আর যোগাযোগ করা যায়নি। এরপর ইমনের বাবা ইয়াহিয়া বোয়ালিয়া মডেল
থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ইমন নিখোঁজ হওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা জানা যায়নি। এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, নিখোঁজ ইমনের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টির খোঁজ খবর নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর