নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত দুই দিনব্যাপী বায়োএথিক্স কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর একটি রেস্টরেন্টের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সাড়ে ১৩ হাজার হেলথ ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা পৌছে দিয়েছে। এটি বিশে^র মধ্যে একটি দৃষ্টান্ত।
আমাদের দেশের চিকিৎসকরা অনেক যোগ্য ও দক্ষ। এদেশের বিশ^মানের চিকিৎসক আছেন। কিছু কিছু সূচকে আমরা ভারতের চেয়েও এগিয়ে আছি। বিশেষ করে স্যানিটেশনে। আশা করছি চিকিৎসাক্ষেত্রেও আমরা অনেক এগিয়ে যাব।রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মেডিকেল শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন্নেসা। এর আগে জাতীয় ও মেডিকেল বিশ^বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ওয়ার্কশপের উদ্বোধন করেন মেয়র লিটন।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।