1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে মুজিববর্ষের ক্ষণগণনার ২টি যন্ত্র উদ্বোধন - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে মুজিববর্ষের ক্ষণগণনার ২টি যন্ত্র উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মুজিববর্ষের দুটি ক্ষণগণনা যন্ত্র উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে অবস্থিত জাতীয় প্যারেড স্কয়ারে থেকে সারাদেশে একযোগে ৮৭টি স্থানে ক্ষণগণনার উদ্বোধন করেন। এরমধ্যে রাজশাহীতে ২টি স্থানে ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নগর ভবন ও সাহেব বাজার বড় মসজিদ চত্বরে ২টি ক্ষণগণনা যন্ত্র স্থাপন এবং প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি সম্প্রচারের আয়োজন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিকেলে নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেন সিটি মেয়র লিটন। নগরভবনে ৭টি বড় পর্দায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর সাইদুর রহমান খান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার, জেলা প্রশাসক হামিদুল হক, জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহাকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক সুলতান আব্দুল হামিদ, রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম পশ্চিম মিহির কান্তি গুহ, র‌্যাব-৫ অধিনায়ক মাহফুজুর রহমান, বিজিবি রাজশাহীর ব্যাটালিয়ন কমান্ডার ফেরদৌস জিয়াউদ্দিন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক শ্যাম কিশোর রায়, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ জাকীর হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) এ.এন.এম মঈনুল ইসলাম, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম ও সালমা বেগম পিপিএম, রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড.

মোকবুল হোসেন, রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, রাজশাহী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, নিউ ডিগ্রী গভঃ কলেজের অধ্যক্ষ জার্জিস কাদির, পোস্টাল একাডেমির অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামসহ সকল সরকারি অফিসের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের তত্ত¡াবধায়নে ছিলেন রাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। অনুষ্ঠানে রাসিকে প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহান আকতার জাহান, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে সমর কুমার পালসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এদিকে, সাহেব বাজার বড় মসজিদ চত্বরে শুরু হয় ক্ষণগণনা কার্যক্রম। এখানেও ২টি বড় পর্দায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, মাহফুজুল আলাম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন প্রমুখ।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST