নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে প্রথম শ্রেণীর ছাত্রীকে অভিনব কৌশলে যৌন হয়রানির অভিযোগে সালমান নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। ওই শিক্ষার্থীর আনুমানিক বয়স ৬ বছর। নগরীর প্যারামেডিকেল রোডে অবস্থিত মসজিদুল কুবা নুরানি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ওই মাদ্রাসা ছাত্রীর বাবা অভিযোগ করে জানান, গত ১৫ দিন আগে থেকে তার মেয়ে মাদ্রাসায় যেতে অস্বীকৃতি জানায়। কিন্ত তাকে জোর করে মাদ্রাসা পাঠানো হচ্ছিল। তারপরও সে যেতে অনীহা প্রকাশ করে। গতকাল বৃহস্পতিবার রাতে সে তার পরিবারের লোকজনকে জানায়, তার মাদ্রাসার শিক্ষক সালমান পড়াশোনায় শাস্তি দেওয়ার নাম করে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এ জন্য সে যেতে চায় না। পরিবারের লোকজন বিষয়টি জানার সাথে সাথেই রাজপাড়া থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরপরই রাতে শিক্ষক সালমানকে আটক করে রাজপাড়া থানা পুলিশ।
তার বিরুদ্ধে ওই শিক্ষার্থীর মা নাজিরা আক্তার বাদী হয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো অভিযোগ করে জানান, থানায় অভিযোগ করার কারণে মাদ্রাসার বিভিন্ন মহল থেকে তাকে অভিযোগ উঠিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। কিন্তু তিনি সেটি আমলে না নিয়ে থানার ওসিকে জানিয়েছেন।
এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক সালমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর২৪ঘণ্টা/এমকে