নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীদের হামলায় গোয়েন্দা পুলিশেরে এক এএসআইসহ দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই মাহবুব ও কন্সটেবল সুজন। সোমবার রাতে নগরীর কাটাখালি থানার মধ্যচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, সোমবার রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর কাটাখালি থানাধীন মধ্য চর এলাকায় মাদক বিরোধী অভিযানে যায়। সেখানে গিয়ে এক বাড়িড়ে বস্তায় থাকা ফেন্সিডিল উদ্ধার করে ও মাদক ব্যবসায়ীকে আটক করে। আটকের পরে ডিবি অফিসে নিয়ে আসার সময় অন্যান্য মাদক ব্যবসায়ীরা মিলিত হয়ে অতর্কিতভাবে ডিবি পুলিশের উপর হামলা করে। এতে ডিবির এএসআই মাহবুব ও কন্সটেবল সুজন আহত হয়। পরে তাদের আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতাল বক্স পুলিশের ইনচার্জ এএসআই রফিকুল ইসলাম বলেন, আহতবস্থায় ডিবির একজন এএসআই ও কন্সটেবল হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, নগরীর কাটাখালি খানার মধ্যচর এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসার সময় ডিবি পুলিশের উপর মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে হামলা করেছে। এতে একজন এএসআইসহ দু’জন আহত হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।