নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর কাপাশিয়া এলাকায় অবস্থিত মহানগর টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ জহুরুল হক রিপনকে আটক করেছে কাটাখালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে কাটাখালি থানা পুুলিশ আটক করে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পবা উপজেলা চত্বরে অবস্থান করছিলেন মহানগর টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ জহুরুল হক রিপন।
এ সময় কাটাখালি থানা পুলিশ তাকে আটক করে। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি।
তবে কিছুদিন আগে ছাত্রী নির্যাতন নিয়ে এলাকাবাসী ওই অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন করে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা চলছিল। তারপরেই অধ্যক্ষ জহরুলকে আটক করে।
এ বিষয়ে কাটাখালি থানার ওসির দায়িত্বে থাকা এসআই রবিউল আলম বলেন, অধ্যক্ষ জহুরুলকে আটক করা হয়েছে। তবে কোন মামলায় আটক করা হয়েছে তা আমি এখনো জানিনা।
খবর২৪ঘণ্টা/এমকে