নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে ক্লথ স্টোরসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮ হাজার জরিমানা আদায় করা হয়েছে। ৩০ নভেম্বর এ অভিযান পরিচালিত হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র দে এর নেতৃত্বে এবং বিএসটিআই’র সহকারী পরিচালক মোন্নাফ হোসেন ও সহকারী পরিচালক আবুল কায়েম ও কামরুল পলাশ এর সযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে মেসার্স সিটি ম্যাক্স ক্লথ স্টোর এন্ড কসমটিক্স কে
আমদানীকারকের নাম, ঠিকানা ও ঘোষিত পরিমাপের সাথে লোগো সংযুক্ত না থাকায় দেড় হাজার টাকা, অবৈধভাবে গজ কাঠির ব্যবহারে দায়ে মেসার্স আয়াত কাপড়ের দোকান কে দেড় হাজার টাকা, মেসার্স খান ক্লথ স্টোর কে ২ হাজার টাকা, মেসার্স হাজী সুইট, লক্ষীপুর, রাজপাড়া, রাজশাহী কে দই এর পাত্রে ওজন ও মূল্য লেখা না থাকায় ৩ হাজার টাকা ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ এর আওতায় জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে।
এস/আর