নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগর ও জেলায় পৃথক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। ৩৪টি পৃথক মামলায় ৩৪ জনকে এ ৫২ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার না করায় ২ জনকে ৭ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করে ৩টি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা ৩টি মামলায় সরকারী নির্দেশ অমান্য করায় ৪ হাজার ২০০ টাকা জরিমানা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম ৯টি মামলায় ৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার ১০টি মামলায় ১২০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন ৭টি মামলায় ১৩০০ টাকা জরিমানা আদায় করেন। এ সময় ৪০টি মাস্ক বিতরণ করা হয়।
এমকে