সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ১৬ মে থেকে আগামী জুন মাসের ১৭ তারিখ পর্যন্ত পর্যায়ক্রমে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। নগরীর ৩০ টি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এ কাজ করা হবে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের
সিদ্ধান অনুযায়ী যাদের জন্ম ১ জানুয়ারী ২০০৪ তা বার পূর্বে অথচ ভোটার তালিকা বিগম কার্যক্রমে বাদ পড়েছেন তাদের ভোটার নিবন্ধনের জন্য আগামী ১৬ মে থেকে ১৭ জুন পর্যন্ত রাজশাহী জেলার সিটি কর্পোরেশন এলাকায় ছবি তোলার মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হবে। ১ থেকে ৩০ নং ওয়ার্ডে পর্যায়ক্রমে এ কাজ সম্পন্ন করা হবে।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।