নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার সময় পথে যুবদলের দুই কর্মীকে মারধর করা হয়েছে। আহত দু’জন হলেন, যুবদল কর্মী রকি ও রাকিব। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা ১টার দিকে রাসিকের ১১ নং ওয়ার্ডের কাদিরগঞ্জ ভোট কেন্দ্রের দিকে যাচ্ছিলেন রকি ও রাকিব। এ সময় নাইম ও তার লোকজন তাদের মারধর করে। পরে তাদের নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থানরত পুলিশ জানায়, তারা কিছু দেখেনি।
খবর২৪ঘণ্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।