নিজস্ব প্রতিবেদক :
মহানগরীতে ভারতীয় জাল রুপি তৈরির কারখানা থেকে জাল রুপিসহ দরদুজ্জামান বিশ্বাস ওরফে জামান (৫৭) কে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেখতোলায়। বাবার নাম রহিদুল ইসলাম। গত বৃহস্পতিবার রাতে নগরীর বেলদারপাড়া এলাকার একটি বাড়ি থেকে র্যাব-২ এর একটি দল জাল রুপি তৈরির মেশিনসহ তাকে আটক করে। এ সময় ১১ লাখ ভারতীয় জাল রুপি উদ্ধার করা হয়। পরে তাকে নগরীর বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়। তার নামে বোয়ালিয়া থানায় জাল রুপি তৈরির দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে তার নামে আরো তিনটি মামলা রয়েছে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ বলেন, র্যাব-২ এর একটি দল অভিযান চালিয়ে দরদুজ্জামানকে জাল রুপি ও তৈরির সরঞ্জমাদিসহ আটক করে। এর আগে তার নামে তিনটি মামলা রয়েছে। আরেকটি মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।তিনি আরো জানান, র্যাব-২ এর একটি দল ঢাকায় দরদুজ্জামানের গ্রুপের লোকজনকে আটক করে। এরপর তাদের থেকে তথ্য পেয়ে রাজশাহীতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। দীর্ঘদিন ধরে সে জাল রুপি তৈরির সাথে জড়িত।
অন্য একটি সূত্র জানায়, দরদুজ্জামান দীর্ঘদিন ধরে ভারতীয় জাল রুপি তৈরি করে আসছে। একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছিল সে। গত জানুয়ারি মাসেও রাজশাহী থেকেই তাকে আটক করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। আটকের পর কিছুদিন কারাগারে ছিলেন দরদুজ্জামান। কিছুদিন আগে সে জামিন পায়। তার সঙ্গীরা আটক হওয়ায় রাজশাহীতে এসে জাল রুপি তৈরির কাজ শুরু করে। এভাবে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।
খবর২৪ঘণ্টা/এমকে